প্রকাশিত: Mon, Jun 19, 2023 9:39 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:30 AM

শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে টিআইবির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

এম এম লিংকন: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমবার (১৯ জুন) দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন। 

দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে মেরুকরণ হচ্ছে, এই মন্তব্য করে তিনি বলেন, পরস্পরবিরোধী মতের প্রদর্শন হচ্ছে। নিজেরা ব্যর্থ হয়ে বিদেশি শক্তিকে কাজে লাগাতে চায় বিএনপি। এজন্য তারা ষড়যন্ত্র করছে। এখন লবিস্ট নিয়োগ করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশে। সর্বশেষ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অপপ্রচারের সঙ্গে তাদের অপপ্রচার একাকার হয়ে গেছে। 

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। লড়াই করতে হবে অশান্তির বিরুদ্ধে। যাতে কেউ নির্বাচনে বাধা দিতে না পারে। অতীতের সন্ত্রাস, আগুন সন্ত্রাস করে বিএনপি যেন নির্বাচনি পরিবেশকে বিঘ্ন করতে না পারে সেজন্য আগামী নির্বাচন পর্যন্ত আমারা মাঠে থাকব। শান্তিপূর্ণ সমাবেশ করবো।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নিশ্চয়তা দিয়েছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিএনপির ব্যাপারটা হলো তারা না জিতলে এই নির্বাচন কোনদিন অবাধ, নিরপেক্ষ ও  গ্রহণযোগ্য হবে না। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ২৩ জুন দলের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী মাসব্যাপী উদযাপন করা হবে সাদামাট, স্বতঃস্ফূর্ত ও বহুমাত্রিকভাবে। 

সম্পাদকমণ্ডলীর সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ অন্যান্য সম্পাদক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব